সৌদি আরব থেকে দেশে ফিরতে আগ্রহীদের জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট।
আবেদন করতে হবে জেদ্দা কনস্যুলেট এর রেজিষ্ট্রেশন করার মাধ্যমে। ভাড়া জেদ্দা টু ঢাকা ৩,০৩০ রিয়াল ভ্যাট সহ।
বিজনেস ক্লাস ৪,০৩০ রিয়াল ভ্যাট সহ (ওয়ানওয়ে)।
আপাতত জেদ্দা এবং রিয়াদ থেকে দুটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
১৬ জুন তারিখে বিশেষ ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেটের মূল্য :
Economy Class = 3030 Saudi Riyals
Business Class = 4030 Saudi Riyals
‐-----------------------------------------------------------
Aircraft B777-300 Saleable Seats
Economy Class = 380 Seats
Business Class = 20 Seats
উল্লেখ্য
অবশ্যই রিয়াদ অথবা জেদ্দায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর অফিস থেকে টিকেট সংগ্রহ করতে হবে।
কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসব টিকেট বিক্রি করা হবে না বলে।
#জনস্বার্থেঃ_প্রবাস_কথন
0 comments:
Post a Comment