Notice for H.S.C Applicant
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জ্ঞাতব্য |
|
তারিখ ও কার্যক্রম | কার্যক্রমের বিবরন |
---|---|
০৫/০৬/২০১৭ ১ম পর্যায়ের ফল প্রকাশ | ক) SMS-এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে Selection-এর ফলাফল জানানো
হবে এবং ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকেও শিক্ষার্থীরা
ফলাফল জানতে পারবে।
খ) যেসব শিক্ষার্থী কোন কলেজে/সমমান প্রতিষ্ঠানে Selection পাবে না- তাদেরকে পরবর্তী পর্যায়ের ফল প্রকাশ পর্যন্ত অর্থাৎ ১৩/০৬/২০১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তারা ৯ - ১০ জুন, ২০১৭ তারিখে অন-লাইনে তাদের আবেদনে অপশন পরিবর্তন ও কলেজ সংযোজন/বিয়োজন করতে পারবে। |
০৬/০৬/২০১৭ থেকে ০৮/০৬/২০১৭ ভর্তির প্রাথমিক নিশ্চায়ন | ক) Selection প্রাপ্ত শিক্ষার্থী নিম্নলিখিত যে কোন একটি মোবাইল
ব্যাংকিং এর মাধ্যমে নিম্নরূপ হারে বোর্ডের রেজিস্ট্রেশন ফি প্রদান করলে
স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তির প্রাথমিক নিশ্চায়ন হবে:
(১) টেলিটক - বোর্ডের ফি ১৮৫/- টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১৪.৮০ টাকা = ১৯৯.৮০/- টাকা।গ) Selection পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা না দিলে শিক্ষার্থীর Selection ও আবেদন বাতিল হবে। গ) উপরোক্ত রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নাই। |
০৯/০৬/২০১৭ থেকে ১০/০৬/২০১৭ মাইগ্রেশন ও নতুন আবেদন | ক) যেসব শিক্ষার্থী বোর্ডের ফি ১৮৫/- জমা দিবে- শুধুমাত্র তারা
মাইগ্রেশনের জন্য অপশন দিতে পারবে। মাইগ্রেশন হলে পূর্বের কলেজে ফেরৎ আসার
কোন সুযোগ থাকবে না।
খ) যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করে নাই- তারা আবেদন ফি ১৫০/- টেলিটকের মাধ্যমে জমা দিয়ে শুধুমাত্র অন-লাইনে আবেদন করতে পারবে। (গ) যেসব শিক্ষার্থী ১ম পর্যায়ের ফলাফলে প্রতিষ্ঠানে Selection পাওয়া সত্ত্বেও বোর্ডের রেজিস্ট্রেশন ফি জমা দিবে না- তারাও এই পর্যায়ে আবেদন ফি ১৫০/- টেলিটকের মাধ্যমে জমা দিয়ে অন-লাইনে নতুনভাবে আবেদন করতে পারবে। ঘ) যেসব শিক্ষার্থী ১ম ফলাফলে প্রতিষ্ঠান Selection পাবে না- তারা আবেদন ফি প্রদান ছ্ড়াাই প্রতিষ্ঠান সংযোজন/বিয়োজন ও পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। |
১৩/০৬/২০১৭ ২য় পর্যায়ের ফল প্রকাশ |
ক) যেসব শিক্ষার্থী মাইগ্রেশনের অপশন দিয়েছিল তারা তাদের মেধা ও অপশন
অনুযায়ী চাহিত প্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন প্রাপ্ত হবে।
মাইগ্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সর্বশেষ অবস্থান স্থির হবে।
খ) ১ম পর্যায়ে যে সব শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে Selection পাবে না- তারা এবং নতুন আবেদনকারীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে প্রতিষ্ঠানে Selection পাবে। |
১৪/০৬/২০১৭ থেকে ১৫/০৬/২০১৭ ২য় পর্যায়ের নিশ্চায়ন | ক) মাইগ্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন ফি প্রদান ও নিশ্চায়ন করার প্রয়োজন নাই।
খ) যেসব শিক্ষার্থী নতুন Selection পাবে – শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ১৮৫/- টাকা জমা দিতে হবে। |
১৬/০৬/২০১৭ থেকে ১৭/০৬/২০১৭ মাইগ্রেশনের অপশন প্রদান এবং নতুন আবেদন | ক) এই পর্যায়েও শিক্ষার্থী ইচ্ছা করলে মাইগ্রেশনের অপশন দিতে পারবে।
খ) নতুন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। গ) ১ম ও ২য় পর্যায়ে Selection না পাওয়া শিক্ষার্থীরা অপশন পরিবর্তন এবং কলেজ সংযোজন/বিয়োজন করতে পারবে। |
১৮/০৬/২০১৭ ৩য় পর্যায়ের ফল প্রকাশ | ক) মাইগ্রেশনের অপশন দেওয়া শিক্ষার্থীরা চাহিতপ্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন প্রাপ্ত হবে।
খ) পূর্বে Selection না পাওয়া শিক্ষার্থীরা আসন খালি থাকা সাপেক্ষে Selection পাবে। |
১৯/০৬/২০১৭ ৩য় পর্যায়ের নিশ্চায়ন | ক) যেসব শিক্ষার্থী ৩য় পর্যায়ে নতুন Selection পাবে- শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ১৮৫/- জমা দিতে হবে। |
২০/০৬/২০১৭ থেকে ২২/০৬/২০১৭
এবং
২৮/০৬/২০১৭ থেকে ২৯/০৬/২০১৭ কলেজে ভর্তি |
ক) রেজিস্ট্রেশন ফি বাবদ ১৮৫/- টাকা প্রদানকারী শিক্ষার্থীগণ সংশ্লিষ্ট
প্রতিষ্ঠানে হাজির হয়ে ভর্তির জন্য নির্ধারিত ফি (শিক্ষাবোর্ড ফি ১৮৫/-
টাকা ব্যতিত), প্রয়োজনীয় কাগজপত্র এবং Security Code কলেজে/ সমমানের
প্রতিষ্ঠানে প্রদান করে ভর্তি হবে।
খ) প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীর প্রদত্ত Security Code ব্যবহার করে অন-লাইনে ভর্তির চূড়ান্ত নিশ্চায়ন করবে। |
0 comments:
Post a Comment