Pages

Subscribe:

Tuesday, June 6, 2017

Notice for Applicant

 Notice for H.S.C Applicant

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জ্ঞাতব্য

তারিখ ও কার্যক্রম কার্যক্রমের বিবরন
০৫/০৬/২০১৭ ১ম পর্যায়ের ফল প্রকাশ ক) SMS-এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে Selection-এর ফলাফল জানানো হবে এবং ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকেও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

খ) যেসব শিক্ষার্থী কোন কলেজে/সমমান প্রতিষ্ঠানে Selection পাবে না- তাদেরকে পরবর্তী পর্যায়ের ফল প্রকাশ পর্যন্ত অর্থাৎ ১৩/০৬/২০১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তারা ৯ - ১০ জুন, ২০১৭ তারিখে অন-লাইনে তাদের আবেদনে অপশন পরিবর্তন ও কলেজ সংযোজন/বিয়োজন করতে পারবে।
০৬/০৬/২০১৭ থেকে ০৮/০৬/২০১৭ ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ক) Selection প্রাপ্ত শিক্ষার্থী নিম্নলিখিত যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিম্নরূপ হারে বোর্ডের রেজিস্ট্রেশন ফি প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তির প্রাথমিক নিশ্চায়ন হবে:
(১) টেলিটক - বোর্ডের ফি ১৮৫/- টাকা + টেলিটক সার্ভিস চার্জ ১৪.৮০ টাকা = ১৯৯.৮০/- টাকা।
(২) শিওরক্যাশ - বোর্ডের ফি ১৮৫/- টাকা + শিওরক্যাশ সার্ভিস চার্জ ৩/- টাকা = ১৮৮/- টাকা।
(৩) রকেট - বোর্ডের ফি ১৮৫/- টাকা + রকেট সার্ভিস চার্জ ৪/- টাকা = ১৮৯/- টাকা।
গ) Selection পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা না দিলে শিক্ষার্থীর Selection ও আবেদন বাতিল হবে।

গ) উপরোক্ত রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নাই।
০৯/০৬/২০১৭ থেকে ১০/০৬/২০১৭ মাইগ্রেশন ও নতুন আবেদন ক) যেসব শিক্ষার্থী বোর্ডের ফি ১৮৫/- জমা দিবে- শুধুমাত্র তারা মাইগ্রেশনের জন্য অপশন দিতে পারবে। মাইগ্রেশন হলে পূর্বের কলেজে ফেরৎ আসার কোন সুযোগ থাকবে না।

খ) যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করে নাই- তারা আবেদন ফি ১৫০/- টেলিটকের মাধ্যমে জমা দিয়ে শুধুমাত্র অন-লাইনে আবেদন করতে পারবে।

(গ) যেসব শিক্ষার্থী ১ম পর্যায়ের ফলাফলে প্রতিষ্ঠানে Selection পাওয়া সত্ত্বেও বোর্ডের রেজিস্ট্রেশন ফি জমা দিবে না- তারাও এই পর্যায়ে আবেদন ফি ১৫০/- টেলিটকের মাধ্যমে জমা দিয়ে অন-লাইনে নতুনভাবে আবেদন করতে পারবে।

ঘ) যেসব শিক্ষার্থী ১ম ফলাফলে প্রতিষ্ঠান Selection পাবে না- তারা আবেদন ফি প্রদান ছ্ড়াাই প্রতিষ্ঠান সংযোজন/বিয়োজন ও পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।
১৩/০৬/২০১৭
২য় পর্যায়ের ফল প্রকাশ
ক) যেসব শিক্ষার্থী মাইগ্রেশনের অপশন দিয়েছিল তারা তাদের মেধা ও অপশন অনুযায়ী চাহিত প্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন প্রাপ্ত হবে। মাইগ্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সর্বশেষ অবস্থান স্থির হবে।

খ) ১ম পর্যায়ে যে সব শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে Selection পাবে না- তারা এবং নতুন আবেদনকারীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে প্রতিষ্ঠানে Selection পাবে।
১৪/০৬/২০১৭ থেকে ১৫/০৬/২০১৭ ২য় পর্যায়ের নিশ্চায়ন ক) মাইগ্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন ফি প্রদান ও নিশ্চায়ন করার প্রয়োজন নাই।
খ) যেসব শিক্ষার্থী নতুন Selection পাবে – শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ১৮৫/- টাকা জমা দিতে হবে।
১৬/০৬/২০১৭ থেকে ১৭/০৬/২০১৭ মাইগ্রেশনের অপশন প্রদান এবং নতুন আবেদন ক) এই পর্যায়েও শিক্ষার্থী ইচ্ছা করলে মাইগ্রেশনের অপশন দিতে পারবে।

খ) নতুন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

গ) ১ম ও ২য় পর্যায়ে Selection না পাওয়া শিক্ষার্থীরা অপশন পরিবর্তন এবং কলেজ সংযোজন/বিয়োজন করতে পারবে।
১৮/০৬/২০১৭ ৩য় পর্যায়ের ফল প্রকাশ ক) মাইগ্রেশনের অপশন দেওয়া শিক্ষার্থীরা চাহিতপ্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে মাইগ্রেশন প্রাপ্ত হবে।

খ) পূর্বে Selection না পাওয়া শিক্ষার্থীরা আসন খালি থাকা সাপেক্ষে Selection পাবে।
১৯/০৬/২০১৭ ৩য় পর্যায়ের নিশ্চায়ন ক) যেসব শিক্ষার্থী ৩য় পর্যায়ে নতুন Selection পাবে- শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ১৮৫/- জমা দিতে হবে।
২০/০৬/২০১৭ থেকে ২২/০৬/২০১৭ এবং

২৮/০৬/২০১৭ থেকে ২৯/০৬/২০১৭ কলেজে ভর্তি
ক) রেজিস্ট্রেশন ফি বাবদ ১৮৫/- টাকা প্রদানকারী শিক্ষার্থীগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হাজির হয়ে ভর্তির জন্য নির্ধারিত ফি (শিক্ষাবোর্ড ফি ১৮৫/- টাকা ব্যতিত), প্রয়োজনীয় কাগজপত্র এবং Security Code কলেজে/ সমমানের প্রতিষ্ঠানে প্রদান করে ভর্তি হবে।

খ) প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীর প্রদত্ত Security Code ব্যবহার করে অন-লাইনে ভর্তির চূড়ান্ত নিশ্চায়ন করবে। 

0 comments:

Post a Comment