আর.এইচ. উজ্জ্বল, নিজস্ব প্রতিবেদক :
এসএসসি পরিক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মমতাজেন্নছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের শতভাগ পাশ করেছে।
সোমবার ৩১ মে ফলাফল পাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় আনন্দের বন্যা। এবারের এস এস সি পরিক্ষায় জিপিএ ৪ বা তদুর্ধ্ব( A) = ৮ জন, জিপিএ ৩.৫ বা তদুর্ধ্ব(A-) =৯ জন, জিপিএ ৩ বা তদুর্ধ্ব(B) =১১ জন, সর্বমোট পরীক্ষার্থীঃ = ২৮জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ‘সকল শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের শতভাগ প্রচেষ্টার কারণে এস এস সি পরিক্ষায় অত্র শতভাগ পাসের গৌরব অর্জন করেছি।
বিজয়ী শিক্ষার্থী কয়েকজন বলেন, প্রতিবছরের ন্যায় ঘুরে দাঁড়াবে আমাদের প্রাণের বিদ্যালয়টি।আমরা শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন পেয়েছি শ্রদ্ধেয় আর্দশ শিক্ষকমন্ডলী সঠিকভাবে পরামর্শ ও দিকনির্দেশনায়।
অতীতে বিদ্যালয়ের বহু ছাত্র – ছাএী সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ও দেশ গঠনের ভূমিকায় সাফল্য অর্জনে করছে। আমরাও তাই করবো।
0 comments:
Post a Comment