Pages

Subscribe:

Monday, June 1, 2020

লক্ষ্মীপুরে ৫ পুলিশ সদস্য সহ ২২ জনের দেহে করোনার থাবা





আর.এইচ. উজ্জ্বল, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে । ১১৯ জনের টেস্ট করে ২২ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ আসে। বাকী ৯৭ জনের নেগেটিভ রেজাল্ট এসেছে।

সোমবার ০১ জুন (NSTU) থেকে প্রাপ্ত রেজাল্ট অনুসারে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানায়। নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে সদর উপজেলার ৯, রায়পুর উপজেলার ৬ ও রামগঞ্জ উপজেলার ৭ জন রয়েছে।

লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে আরো জানায়, সদর উপজেলায় শনাক্ত ৯ জনের মধ্যে একজন ও রায়পুর উপজেলায় ৫ পুলিশ সদস্য এবং ১ মৃত ব্যক্তিসহ মোট ৬ জনের নমুনা পজেটিভ শনাক্ত হয়েছে। এই পর্যন্ত সদর ১১০ জন, রায়পুর ৪৪ জন, রামগঞ্জ ৪৮ জন, কমলনগর ২১জন, রামগতি ১৯ জন করোনায় আক্রান্ত। জেলায় সর্বমোট ২৪২ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

0 comments:

Post a Comment